WARRANTY POLICY

Gadgets by Sadi থেকে কেনা ওয়্যারেন্টিসহ প্রোডাক্টস ক্রয় করার পর ডেলিভারি পাওয়ার দিন থেকে নির্দিষ্ট ওয়্যারেন্টি সময়সীমা পর্যন্ত কাস্টমার ওয়্যারেন্টি সুবিধা পাবেন।

* কেনার মেমো অবশ্যই থাকতে হবে।

*প্রোডাক্টসের সাথে থাকা বক্স, বক্সের ভেতরে থাকা সকল এক্সেসরিজ অক্ষত থাকতে হবে।

*ওয়্যারেন্টির নির্দিষ্ট সময়সীমার মধ্যে ১ বার ওয়্যারেন্টি ক্লেইম করতে পারবেন।

*ওয়্যারেন্টি সুবিধা ক্লেইমের জন্যে আমাদের পেইজ বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সার্ভিস প্রোডাক্টটি পাওয়ার পর থেকে ৭ থেকে ১০ দিনের মধ্যে মেরামত করে দেওয়া হবে। যদি পণ্যটি মেরামতের অযোগ্য হয়, আর ওয়্যারেন্টি সুবিধার আওতায় থাকে অর্থাৎ কোনো ফিজিক্যাল ত্রুটি থাকে সেক্ষেত্রে ওয়্যারেন্টি পাবেন না। 

*ওয়্যারেন্টি ক্লেইমকৃত পণ্যে যদি মেরামত করা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা পরিবর্তন করে দিবো। 

*ওয়্যারেন্টি ক্লেইম করা প্রোডাক্টের উপর পুনরায় ওয়্যারেন্টি ক্লেইম করা যাবেনা।

★ নোট: প্রোডাক্টসে কোনো ফিজিক্যাল ড্যামেজ বা স্ক্র‍্যাচ থাকে, তাহলে ওয়্যারেন্টি সুবিধা থেকে বঞ্চিত হবেন।

 

ধন্যবাদ ❤️